শব্দ-মাহাত্ম্য
এই যে এত সভা,মিছিল,স্লোগান,অনর্গল
আসলে,সবাই
খড়ের গাদায় খুঁজছে কিছু ম্যাজিক শব্দ ;
যা ছুঁয়ে দিলেই
মানুষ জেগে উঠবে,
পিছনে ছুটবে
হ্যামলিনের বাঁশির মতো,
দলে দলে প্রাণও দিতে দু'বার ভাববে না।
বিশ্ব এমনই এক আশ্চর্য শব্দের বাগান ;
সেখান থেকে ফুল বেছে তুলে দিলে
নারাজ প্রেমিকাও গলে জল,
এক স্কুল বিতারিত ছাত্র হয়ে যাবে
টমাস আলভা এডিসন।
ভুল হলে?
দ্রৌপদীর মতো ভুল শব্দচয়নে
অনিবার্য হবে
কুরুক্ষেত্রের যুদ্ধ !