শীত #
শীত আসে
ঘন চাদরে মুড়ি দিয়ে
অলক্ষ্যে একদিন।
এসে,অপ্রস্তুত দরজায় কড়া নাড়ে ;
মানুষেরা ছুটে
ট্রাঙ্ক খুলে বের করে
লেপ, কম্বল,যা কিছু সম্বল।
শীত দাঁড়িয়ে থাকে ঠায়।
আগুন জ্বালাতে
অনেক সন্ধানে মেলে না কোত্থাও
আর দেশলাই।
বিকেলের ছাদে ক্লিপ খুলে
শুকনো কাপড়গুলি তুলে নিলে
ধু-ধু ছাদে দোল খায় কালের দড়িটি
একা একলাই।