#যারা মরে গেছে
যারা মারা গেছে বহুদিন,শুয়ে আছে
চিৎ হয়ে নির্নিমেষ আকাশের দিকে চেয়ে
তারা তো কাঁদতে জানেনা ;
তাদের গল্পগুলি,কষ্টের কথাগুলি
মিশে আছে পথের ধুলায়।
যাদের নিরক্ত শরীরে,শুষ্ক ঠোঁটে
একফোঁটা প্রেম নামেনি কোনদিন,
অর্থ,যশ মরে যাওয়া স্বপ্নের মতোন চুপিসারে ঝরে গেছে
তারা শুয়ে অসহায়--- মৃত,প্রতিবাদ-হীন।
যারা মরে গেছে প্রতিদিন
অপমানে নীল, তাদের মাড়িয়ে কতদিন
হেঁটে গেছে বর্বর বুট ;শকুনের পাহারায়
ভেসে গেছে স্রোতে ।
যতই না নদী আজ দিশাহীন
এঁকে বেঁকে খুঁজে ফেরে কোথাও ব-দ্বীপ
যারা মরে আছে,বেঁচেও ছিল না কোনদিন
তারা আজ ভয়-লেশহীন;শুয়ে আছে চিৎ হয়ে
নির্নিমেষ আকাশের দিকে চেয়ে।