শেষ ট্রেন চলে গেলে
কালো রাত ধরে স্টেশনটি দা৺ড়িয়ে থাকে একা।
কত লোক আসে, কত লোক যায়
তবু দিনদিন ঠায় সে চেয়ে থাকে
কারো অপেক্ষায়---
কারও যেন আসবার কথা
হায়! কে যেন এলো না এখনও।
চারিদিকে এত ক্ষয়, ঝোড়ো বৃষ্টির দাপাদাপি
এলোমেলো বিপন্ন স্টেশন
ঠিক আমাদের-ই মতো অবিরাম ভিজে চলে
অসহায়
উদ্বেগে নীল হয়ে ভাবে:
শেষ ট্রেন চলে গেল আজও,
সে কি আর আসবে না তবে?
গৃহস্থ দরজা-জানালাগুলি
অসহ হাওয়ায় লাঞ্ছনায় কে৺পে কে৺পে ওঠে।