নগ্ন করো,
খুলে ফেলো এই সমাজের যা কিছু বল্কল।
যেভাবে বাজপাখি অকর্মণ্য হলে
পাহাড়ে পাথরে ঠুকে তুলে ফেলে আপনার ঠোঁট
অসহ্য যন্ত্রনায় তবু ছিঁড়ে ফেলে আপন পালক,
সেইভাবে শেষ থেকে শুরু হোক
অস্তিত্বের নতুন সংগ্রাম।
এই পৃথিবীতে আজ আর কোন পিতা নেই,
কন্যা নেই,বন্ধু নেই,বিশ্বাস নেই।
সমস্ত অর্গল চারিদিকে হাট করে খোলা ;
একে কি সমাজ বলো তুমি ?
নীতিহীন,দিশাহীন পৃথিবীর এ অক্ষম শরীর থেকে
এসো,দ্বিধাহীন খুলে নিই যত আবরণ
আর অপেক্ষা করি
কখন জন্ম নেয়----
একটি সামাজিক পিপীলিকা, অথবা মৌমাছির নতুন পালক !