না,মানুষ করতে পারিনি ছেলেকে।
ব্যাট হাতে প্রহারের পরে
মাদকের সাথে ধরা পড়ে রাতে
কাল, বেপরোয়া ড্রাইভে ভাঙল দেয়াল।
অথচ,সামান্য ইলিশ নিজের জীবনকে বাজি রেখে
নোনা জল থেকে মিষ্টি জলে রেখে গেল আপন সন্ততি।
সন্তানের জন্যে এতটা ত্যাগের কথা
আগামীর জন্য
অনুকূল পরিবেশের কথা----
কখনো ভাবিনি আমরা।