তুলতুলি তুলতুলি,তুলতুলে দিনগুলি--
তোর সাথে ফুল তুলি এই গলি ওই গলি
তুই সেই ভোর ছিলি। একদিন ভোরে খালি
চোখ বুজে কেঁপেছিলি,কেঁপে কেঁপে কেঁদেছিলি
কেঁদে কেঁদে হেসেছিলি,তির তির কেঁপেছিলি।
তুলতুলি তুলতুলি,কেন তুই পর হলি
পর হয়ে দূরে গেলি,দূরে গিয়ে ভুলে গেলি
ভুলে গেলি ভুলগুলি।তুলতুলি তুলতুলি
আজও তুই তুলতুলি--তুই বুঝি এই এলি
তোর সাথে আয় খেলি
প্রাণ খুলে ভুলগুলি।