ভুবনের মন্ডপে দেবীরা দুর্গাময়।
বেচারা পুরুষ !
পদতলে
প্রতীক্ষায়,
কখন একটা ত্রিশূল বুকে এসে বেঁধে

ভালোবাসায়

নয়তো ঘৃণায় ;

সৃষ্টি, স্থিতি,লয় দেবী হাতে
ত্রিশূলের তিন ফলায়।