বড় বেশি কাছে চলে যাচ্ছিলাম,
বড় বেশি ছুঁয়ে ফেলছিলাম তোমাকে।
যতবার বারণ করেছ
আমার এ কর্কশ হাতে ছুঁয়ে যাচ্ছিল
তোমার সৌরভ,উন্মুক্ত পাঁপড়ি
সিনেমায়,পার্কে,কেবিনে;
ঠোঁট শুষে নিচ্ছিল যত কোমলতা।
কথায়,কথায় বড় কাছে চলে যাচ্ছিলাম
কথায় কথায় ছুঁয়ে ফেলছিলাম তোমাকে ;
আমাদের স্পর্শে কখন জমেছে বিষ
কিছুই বুঝিনি।
আজ মহামারী।
আজ ছোঁয়া মানা।
ছোঁয়া মানেই কাছে যাওয়া নয়
শরীর ছুঁলেই তো মন ছোঁয়া নয় !