কিছু কথা রোদ্দুর,কিছুটা ছায়ায়
কিছু কথা মেঘ মেঘ,কিছুটা হাওয়ায়।
কিছু কথা সন্তুরে টুং টাং ধ্বনি
কিছু কথা সুর পেলে গান হত জানি ।
কিছু কথা ঝাড়গ্রাম,শালবনে এলে
কিছু কথা কান পেতে ডুলুঙের জলে।
কিছু কথা ঝুরঝুর, ঝ'রে পড়ে পাতা
কিছু কথা বহুদূরে মনে আজো ব্যথা ।
কিছু কথা নদীতীরে একলাটি ঘাটে
কিছু কথা বৃষ্টিতে নকশির মাঠে।
কিছু কথা কাটা ঘুড়ি কোথা যে হারায়
কিছু কথা না বলায়, জ'মে কুয়াশায়।
কিছু কথা ঘুম ভেঙ্গে জোছনায় ভাসে
কিছু কথা অযথাই পড়ে থাকে ঘাসে।
কিছু কথা নির্জনে ফেরে অবকাশে
কিছু কথা তারা হয় রাতের আকাশে।