চোর-ডাকাতে

ডাকাত গেছে চোর ধরতে
   চোরের মিছিল পথে,
    রঙ্গে ভরা বঙ্গদেশে
    বাকি কি আর হতে?

মিথ্যে শুধুই মরিস ভেবে
       মাসের পরে মাস,
আইন যারা বানায় তাদের
   কে দেয় হাজতবাস?

চোর-ডাকাতে সব কি রে খায়?
         উগরে কিছু দেয়,
    পিছু-পিছু খুঁটে তাতেই
        মোদের চলে যায়।

চোর ভাল,ডাকাতও ভাল
     ভাল দেশের লোক,
  আমরা হলাম চুনোপুঁটি
     ভাতে,ভাতায় ঝোঁক।