জ্বলুক পুড়ুক
জড়িয়ে ধরুক;
গলুক, গুলুক
একে অন্যের ঘ্রাণ নিয়ে।

উড়ছে উড়ুক
সঙ্গে থাকুক
কিছু ভুল,
কিছু ঠিক নিয়ে।

যেতে যেতে
চাইবোই আমি
---ফুটুক ফুটুক
দুটি কুঁড়ি
কচি ফুল হয়ে।


(সন্তানসম দুটি তাজা প্রাণ বিচ্ছেদের দোর গোড়ায় ।ফিরুক তারা এই কামনা)