যে টেলিফোন...
'যে টেলিফোন আসার কথা...',নববর্ষে তা আসেনি।
রক্তপাতে,রক্তপাতে
দিশেহারা প্রতীক্ষাতে
চোখের কোণা মুছিয়ে দিতে
বৃষ্টিধারা নামেনি।
দুঃস্বপ্নের স্মৃতির ধুলো
আবর্জনার পাহাড়গুলো
এক নিমেষে উড়িয়ে দিতে
কালবোশেখী আসেনি,
কালবোশেখীর আসার কথা,নববর্ষে আসেনি।
আস্থাহীন জোটবিহীন
অবিশ্বাসী একক দিন
অন্ধকারে ডুবে থেকে
অন্ধকারেই হয় রে লীন,
এমনি কোন দিনের ভোরে নতুন আলো ভাসে না;
দাবদাহের প্রহর শেষে
যে ঝড় ধেয়ে আসার কথা,
নববর্ষের সে-টেলিফোন
এমনি-এমনি আসে না।