সকলে ঘুমোলে
আজকাল ঠান্ডা হাওয়াটা আমি টের পাই;
শৈশব কৈশোর ছুঁয়ে
হু-হু করে আমাকে কাঁপায়।
সকলে ঘুমোলে
আমি ক্ষীণ এক শব্দ টের পাই---
ঝুপঝুপ ঝুপঝুপ...পাড় ভেঙ্গে যায়।
দূরে, ঊর্দ্ধবাহু রিক্ত গাছ চেয়ে থাকে
একা একা কুয়াশা মাথায়।
টিকটিক টিকটিক ঘড়ি ঘুরে যায়....
সকলে ঘুমোলে আমি টের পাই।