হবে,একদিন নিশ্চয়ই হবে
ঘুম ভেঙে হঠাৎ মানুষ মানুষকেই দেখবে।

উদয়াস্ত ঘেমে,অফুরান ধানের ঘ্রাণে
যে সমর্থ মানুষগুলো সন্ধ্যায় উঠোনে জিরোবে,
লন্ঠনের মায়াবী আলোয়
তারা খুঁজে পাবে না,সত্যি কোথাও কাঁটাতার ছিল কিনা।

নদীর মতো,হাওয়ার মতো
পাখির মতো,প্রান্তরের মতো,তারা সাবলীল,
নিরিবিলি হবে।

মানুষকে ভালো থাকতে,
খুন করতেও
যে ধর্মগ্রন্থ এতদিন অবশ্যম্ভাবী ছিল
হাজার খুঁজেও তাকে পাবে না আর কেউ কিছুতেই ;
কেননা,নতুন সকালে তারা তো ভুলেই যাবে
কে হিন্দু,কে মুসলিম,কে বা খৃষ্টান !