(শ্রদ্ধা: শ্রীজাতর একটি কবিতা)
এরপরেও নৈতিকতা নিয়ে কথা
এরপরেও সততার ঢাক,
এরপরেও উন্নয়নের খাতা
এরপরেও মিছিলে আসবে ডাক।
এরপরেও প্রশাসনে আস্থা রাখবে লোকে
এরপরেও গণতন্ত্র সংবিধানে থাক,
এরপরেও শিক্ষাঙ্গনে মাথা যাবেনা ঝুঁকে
এরপরেও বিতর্ক বেবাক।
এরপরেও বিশ্বাস,প্রণাম পতাকাকে
এরপরেও পায়রা উড়ে যাক,
এরপরেও লুন্ঠন দেখবে না কেউ চোখে
এরপরেও জীবন ঠিকঠাক।
এরপরেও সমর্থন,আলোচনার আছে বাকি
এরপরেও গড্ডালিকায় জেগেও ঘুমিয়ে থাকি।