যখন ঘুমে
আমি তখন অনেক দূরে ট্রেনে
পেরিয়ে যাচ্ছি নাম না জানা স্টেশন।
গাছগাছালি, গেরস্থালি, বন্ধু-স্বজন
আমি তখন অনেক দূরে একা
নিরুদ্দেশে মন কেমন,
ভাঙা হাটে সন্ধ্যা নামে
সব কোলাহল শেষ যখন।
আমি তখন অন্ধকারে ডুবে
হারিয়ে যাচ্ছি কত আপনজন---
মাটির দেয়াল,খড়ের চালা
ছোট্ট আঙিনা,
কাঁঠালতলায় মাদুর পেতে
দিদির সাথে পড়ছি দুলে
তুলসীতলায় মা।
আমি তখন ঘুমে
কিচ্ছুটি না জেনে
পেরিয়ে যাচ্ছি অনেক,অনেক স্টেশন
আমি তখন গভীর থেকে গভীরতর ঘুমে।