আচ্ছা মশাই,বলতে পারেন ট্রেনটা কোথায় যাচ্ছে?
যাচ্ছে,নাকি আসছে?
এই যে অন্ধকারে বসে আছি আমি,আপনি, আমরা সবাই
শান্তিপুরের লোকালটা কি এটাই?
আচ্ছা মশাই,বলতে পারেন এই যে হঠাৎ আলো
কোন জংশন আবার ?
কালো কোট পরে কেউ উঠলেন
হয়তো উনিই চেকার !
সময় থাকতে বুক-পকেটে শেষবার
দেখে নিন না
শান্তিপুরের টিকিটই কেটেছেন
কিংবা আদৌ কোনো টিকিট কেটেছেন কিনা!