সাঁকোটা পেরিয়েই গেলাম।
ফিরবার পথ ছিল না,তাই।

আমাদের সাঁকো মানে একখানা বাঁশ ধরে
একখানা বাঁশের উপর দিয়ে হাঁটা,
পিছনে তাকালে দেখি, কিছু ছায়া,আলো,মেঘ
সাঁকোর নীচে জল
অতল,
পতনের শব্দ অনর্গল।
তাই এক পা,এক পা করে
দু হাজার আঠেরো থেকে উনিশ।
কিনারে এসেই যেন
লাফ দিয়ে বাঁচা,আজ তাই উৎসাহ-উৎসব।

আমরা কেউ তো জানি না
সার্কাসের এই কঠিন খেলায়
সামনের সাঁকোটাও সবাই পেরোব কি না।