বন্যায় যখন ডোবে বাড়ি, গাড়ি, ব্যাঙ্কের বই
জলের তোড়ে ভাসে সব স্বপ্ন সাধ
তখনও জেগে থাকে কিছু হাত ।
কিছু হাত দিনরাত প্রাণপণে
বানভাসি হাত ধরে তীরেতে ফেরায়;
প্রাণ বাঁচাতে কেউ
জীবনকে বাজি রেখে কখনো ঝাঁপায়।
কেন ঝাঁপায়?
বন্যা,বিপর্যয় তাকে কি অতীতে ফেরায়?
নিয়ে যায় তীর ধনুক হাতে গহীন অরণ্যে
অরক্ষিত গুহায়,
ফিরে আসে স্মৃতি---
পশুদের সাথে,শ্বাপদের সাথে
যুথবদ্ধ মানুষের সুতীব্র লড়াই!
মানুষ মানুষকে এতটাই চায?
কখনও বোঝে নি আগে।
অথচ সঙ্ঘবদ্ধ বাঁধে ফি বছর বন্যা রুখে দেওয়া
কি এমন বড় কিছু ছিল তার কাছে!