পথ

বিষাদ-সিন্ধু তেমনি পড়ে থাক
আমরা চলি পূবের পাহাড় পানে,
অনেক হল দিনের বেচা-কেনা
চাইবো না আর কিছুর পিছুটানে।

পাওনা-দেনার হিসেব পড়ে থাক
বোধির প্রদীপ জ্বালাই যেন মনে,
ঝড়ের রাতে দুয়ার খুলে একা
হাঁটতে হবে আলোর অন্বেষণে।

ওই চলেছেন তিনি সবার আগে
চরণচিহ্ন প'ড়ে ধুলির পরে,
অহং যত মিটিয়ে চোখের জলে
আমরা চলি
                 তাঁহার চিহ্ন ধরে।