নদী :

এক।

        নদী যেন এই জীবন
        দুপাড়, ভেজা মন---
        কেউ জানে না
        কোথায় গড়ে,ভাঙ্গে কখন।

দুই।

বর্ষায় যে নদীতে বন্যা এমন,
গ্রীষ্মে সে নদীটাই শীর্ণ তখন।
হে দীননাথ! তোমার নদে
নাইবো কখন?

তিন।

     সাঁঝ না সকাল, জানে মহাকাল ;
       আমি শুধু ভাই তরীখানি বাই
      আকাশের তলে নদীটির জলে
হাসি তাঁর আলো হয়ে যে পথে ছড়ায়।।