#নদীর কবিতা


এই যে নদীর কুলুকুলু,ঢেউয়ের নাচের ভঙ্গি
জোয়ার-ভাঁটার টান,অভিমান
পাহাড়কে ছেড়ে
তরীটিরে বুকে ধরে
ধীরে ধীরে হাঁটছে জীবন।
অনেক ঝঞ্ঝায় ভেঙ্গেছে দু'পাড়,
বন্যায়
গতিপথ বেঁকে গেছে কতো বার  
তবু অনির্বার,নদীখানি ছুটে চলে
সাগরের টানে।
মোহনায় এসে যেন মন উচাটন
উথাল-পাতাল ঢেউ,
মন ফেরে পাহাড়ের পানে।
সমুদ্রের বুকে নিয়ে ঠাঁই
একদিন বোঝে তার শেষ নাই,
নিজেই সমুদ্র হয়ে একদিন দেখে সে যে
ভয় নাই,আকাশের পারে তার পাহাড়ের দেশ
আর,দূরে নাই।