কে না জানে রাত্রি এলে অন্ধকার !
খাস নি খোকা ? ঘুম আসে নি?
পাসনি জায়গা মাথা গোঁজার ?
সবার বুঝি থাকে মা,
মায়ের আঁচল
চোখ মুছবার ?
বাঁচতে হলে যে
এমনি করেই
লুকিয়ে কান্না ঠেলে আঁধার
করতে হয় রে রাত কাবার !
কে না জানে, রাত্রি শেষে দিন আবার,
আলো আবার।