রথ মানে রথ শুধু নয়
দেহ রথে
মেধাকে সারথি মেনে,
মনকে লাগামে টেনে
ইচ্ছের ঘোড়াদের নিয়ে ছুটে চলা
উল্টোরথ মানেই রথ উল্টে নেই
উল্টে একটু ভাবা,
দুরন্ত ঘোড়াদের একটু লাগামে টানা
ফিরে দেখা
তিনি কি রথে ? নাকি উল্টো রথে,
ভোগের রাজপথে, নাকি মুক্তির মেঠোপথে!