কাল সারারাত বৃষ্টি ঝরেছে অঝোরে।
কার এত কান্না নেমে আসে পৃথিবীর বুকে
থেকে থেকে !
ভেজা মাঠঘাট,গাছপালা,
ভেজা, ভেজা পথ;
চোখ মুছে
একটু,একটু করে জাগছে সকাল।
নিকাশি নালি দিয়ে দ্রুত সরে যাচ্ছে যত
কান্নার জল।
দরজা এঁটে নিশ্চিন্তে শুয়ে পড়া
ঘুমন্ত মানুষের দল
জানল না এত বৃষ্টির কথা;
ভিজল না এক ফোঁটা কারো
কান্নার জলে।