এক তরুণ এক তরুণীকে চুমু খাচ্ছে,
খেয়েই চলেছে একমনে
ভার্সিটি গেটের সামনে ফুটপাতে
চায়ের দোকানে।
অজস্র কৌতূহলী চোখ
অপ্রস্তুত লোক।
পার্কে,বাসে, ট্রামে, মেট্রোয়,প্রকাশ্য রাস্তায়
জোড়ায় জোড়ায়
অসহায়।
তারা যে কখনো দেখেনি,চেনেই না
সেই সব লতা
আলতো ছোঁয়ায় যার মুদে আসে পাতা
থরোথর কাঁপে ঠোঁট,
উপোসী চিবুক
আষাঢ়ে প্রথম ধারায়।
গুনগুন অলি কেন কলি পানে ধায়
বারবার কোন সে মায়ায়
তারা তা কিছুই জানেনা।
কেননা,এইসব ফুল লতাদের কথা
তাদের মোবাইলে কেউ আপলোড করে দিইনি আমরা।