কবে থেকে পাথর হয়ে শুয়ে আছি
ঘিরে ঘিরে আগাছার ঝাড়, দেখেও দেখিনি।
ভাবি, ঈশ্বর,রামমোহন ... সেদিনও যদি পাথর হয়ে
থাকতেন ?
সুভাষ যদি বাড়ির বাইরে একটুও না বেরোতেন ?
সেই কবে থেকে পাথর হয়ে শুয়ে আছি,
শুয়েই আছি---
কখন রামচন্দ্রের পায়ের ছোঁয়ায় ম্যাজিকটা হবে !