( অনুপ্রেরণা: প্রিয় কবি সুমিত্র দত্তরায়ের ' কোথায় আলো' কবিতাটি। )
একদিকে যতদূর চোখ ধানের সবুজ, অন্যদিকে
নিবিড় শালবন ।পরপর তিনটে খেলার মাঠ ;
গ্রামের ফুসফুস ।
বিকেল হতে না হতেই হৈ হৈ...
কত স্মৃতি,শৈশব থেকে যৌবন ...
আজ সেখানেও শূন্য গোলপোস্ট
একহাঁটু ঘাস,আর চোরকাঁটা জঙ্গলে
নিশ্চুপ কোলাহল।
অসহায় দৃষ্টি নিয়ে অসম্পূর্ণ স্টেডিয়াম।
আমাদের ছেলেরা কেউ ডাক্তার হয়েছে,
কেউ ইঞ্জিনিয়ার ।কেউ কখনো খেলেনি।
ইসস্, তারা কেউ আমাদের মত চারদিক খোলা
শৈশব পায়নি !কৈশোর পায়নি !
তাদের যৌবনের ঘাম কখনো আমাদের মত জলে
কাদায় ঝরেনি।
মাঠকে ভালোবেসে,দলকে ভালোবেসে,তারা
কখনো বুকের ভিতর নিংড়ানো কান্নায় ভেজেনি।
আমাদের ছেলেরা কেউ ডাক্তার হয়েছে ,
কেউ ইঞ্জিনিয়ার ।
আমরা তাদের খেলার মাঠ দিতে পারিনি।