পালকি:

এক।

                 রাম,শ্যাম,যদু আর মধু
       হুম,হুম পালকিটা বয়ে চলে শুধু,
কোন কালে পালকিতে চড়বে না তারা
   আম-জনতা তারা,তারা যে বেহারা!

দুই।

পালকি? আছে আর কাল কি?    
মাঠেঘাটে মোটরের আজকাল চাল কি !
কাজ হারা বেহারারা কোথায় হারাল তারা
কেউ জানে,তাদের আজ হাল কি ?