আমাদের গ্রাম
ডানদিকে শালবন,দিঘিটির বাঁয়ে
আমাদের বাড়ি ছিল ছোট এক গাঁয়ে।
মাটির দেয়াল দে'য়া, ছাউনিতে খড়
ছোট ছোট ঘরগুলি ছিল পর পর।
লাল মোরামের পথ এঁকেবেঁকে সে তো
নদীর মতন যেন গ্রাম ছুঁয়ে যেত।
দুর্গা-দালান,বড় পুকুর,বাজার...
লোকেরা সরল ছিল,সাদাসিধে আর।
ইস্কুলে যেতে হত আলপথ বেয়ে
দল বেঁধে হাঁটতাম কত ছেলে-মেয়ে।
বসতাম সন্ধ্যায় হ্যারিকেন জ্বেলে
ভাই-বোনে পড়তাম চাটাইটি মেলে।
আমাদের ক্ষেতে ছিল সবজির গোলা---
টমেটো-বেগুন-আলু,সরষে ও ছোলা।
কখনো খেজুর রসে,কখনো বা আখে
ছেলেবেলা কেটে যেত আম-জাম শাখে।
হারাত হাঁসের ছানা,বৃষ্টির দিনে
আনতাম ডেকে ডেকে,দূর থেকে চিনে।
আমাদের ছিল গাই,ছাগল বিড়াল
সেইসব দিন কবে দিল যে উড়াল!
আমাদের সেই গ্রাম গেল কোন দেশে?
শহরের গ্রাসে সে যে হারিয়েছে শেষে।