আমাদের ভুলগুলো #
আমি ঠিক নিশ্চিত নই
অন্ধকারে,আকাশের বুকে যেই তারাগুলি নেভে আর জ্বলে
সেইগুলি দিবসের ভুলগুলি কিনা ;
রাতে ছাদে একাকী দাঁড়ালে
আমি দেখি।
সিন্দুকের ডালা খুলে
চুপিসারে, আজো দেখি রক্তাক্ত ছুরিকা
আমাদের রমণীয় পাপগুলি
বৃষ্টি হয়ে ঝরে যায় অঝোর ধারায়
আমাদের গা'য়।
আমি ঠিক নিশ্চিত নই
আমদের সেদিনের বেঁধা কাঁটাগুলি
মুক্তো হয়ে গেছে কিনা ঝিনুকের খোলে
সমুদ্র তলায়।
যদিও নিশ্চিত আমি
আজ ভরা দুপুরে কবিতা আসরে
আমার জামার আড়ালে ছিন্ন গেঞ্জিখানা
কেউ দেখছে না;
শুধু আমি আর অন্তর্যামী ছাড়া।