আমরা তার গান গাই
তার জন্য পদ্য লিখি;
অবিরাম তার হয়ে কাঁসর-ঘন্টা বাজাই।
তিনি যাতে তুষ্ট হন,আমাদের ছেলেরা ভক্তিভরে
সেই পুজো নিয়ে জড়ো হয়,
আমাদের মেয়েরা মন্দিরে তার জন্যে ব্রত করে
নৈবেদ্য সাজায়।
আমরা যারা গরীব-গুর্বো,
যাদের নুন আনতে পান্তা ফুরোয়
নীরক্ত শরীরে তবু
তার রথ টেনে যাই।
শুধু খুব ক্ষিদে পেলে,তাঁকে ডাকি---
জয় জগন্নাথ!!
আর তখনই,তিনি পকেটের ভিতরে হাতদুটো ঢুকিয়ে
পার্টি অফিস থেকে বেরিয়ে আসেন।এসে বলেন,
দ্যাখ ভাই,আমাদের আর কোন হাত নাই।