(শ্রদ্ধা : প্রিয় কবি ফারহাত আহমেদ)

আর নয় বলে
একে একে ছেড়ে
আকাশ ছাড়াতে চেয়েছি।
যত গেছি উড়ে
ক্রমে সরে দূরে
পৃথিবীকে ছোট দেখেছি।
নিজে আরো কত
ছোট,নীলিমায়
প্রতিবেশি দেখে চিনেছি।
ভেসে এসে মেঘ
বলে গেছে নেমে
মাটিকেই ভালোবেসেছি।