এক:
এই ঘরে আলো, এই ঘরে বসা ভালো
ওই ঘরে অন্ধকারে
প্রিয় পাপ কালো।
দুই:
তোর শরীর একটা ঘর, ঘরের মধ্যে সিঁড়ি
বাইতে বাইতে বিকেল
ছাদের দেখা নাই।
তিন:
এই মেয়ে,তুই জানিস কিছু?
ঘুরেই যাচ্ছি পিছু পিছু।
হ্যাঁ বললে হ্যাঁ, না ভাবলে না
তুই মাইরি কিছুই বুঝিস না!