ধুত্তোরি, তোর ঘর আর বাড়ি
থাক পৃথিবীর মারামারি
চালিয়ে নিজের গাড়ি
এবার দেব চাঁদে পাড়ি ;
কিনব জমি তাড়াতাড়ি
দৌড়ে গিয়ে যত পারি।
লাগবে নাকি হুড়োহুড়ি
তারপরে সে-ই দখলদারি ?
যুদ্ধুটাও চাঁদে গেলে
আমি তখন কি যে করি !
তার চে' যদি গড়তে পারি
পৃথিবীতেই চাঁদের বাড়ি !!