বহুদূরে
আকাশেতে গেছে যত চিল
তারা জানে শূণ্য সব;সব মায়া, নীল।

তবু রোজ ভোরে
কিছু পাখি নীলে মজে উড়ে যায়...