যখন আমরা সবাই
খুব সন্তর্পনে
দিন থেকে রাত,রাত থেকে আরও রাত হতে দেখছি,
ছি-ছি ধিক্কারে সোচ্চার হতে গিয়েও
বসে থাকছি চুপচাপ ভয়ংকর এক ত্রাসে,
মাছের মতো অপলক দেখে যাচ্ছি
দৃষ্টিহীন ধৃত-রাষ্ট্রের সামনে যা ঘটছে,ঘটে চলেছে
তখন আবারও দুঃশাসনের দল
মহোল্লাসে
মহা-ভারতীকে একে একে নগ্ন করে চলেছেন।

তখনও বেতনভুক পুরোহিতের দল
আপ্রাণ তন্ত্র আওড়ে
নিষ্ঠাভরে যজ্ঞের আহুতি ঢালছেন আগুনে।

তখনও, একজনও বিদুর আর অবশিষ্ট নেই
যিনি মাথা তুলে দাঁড়িয়ে উঠবেন ;
একজন বাসুদেবও নেই, একালে
যিনি এ লজ্জা থেকে
উদ্ধার করবেন আমাদের।