তুমি ফোনে বলবে, হ্যালো!
আমি হেলতে হেলতে গিয়ে কোনক্রমে বসব।
তুমি ফেরার পথে তাকাবে একবার
আমার ভিখিরি বুকে লাবডুব গুনব।
তুমি ভ্রু-ধনুতে আলতো দেবে টান
আমি আউট সটান।
ঠোঁটের কোণে এক চিলতে হাসি
আমি ততক্ষণে পরে নিয়েছি ফাসি।
একটু জল!দু হাত পেতে শুধু এটুকুই চাইব।
যেতে যেতে পথে
পিছু ফিরে চাইবেই একবার
আমি তখনও নিষ্পলক,হৃৎপিন্ড খুঁজব।


কিন্তু তুমিও পুরুষ হলে? এ কবিতা চলবে?
...হয়তো নতুন যারা, নতুন করে লিখবে।