কিছুই নেব না
কিছুই নেব না আমি;
এই ঘর-গেরস্থালি,গোলাভরা ধান,নিকানো উঠান,
মাচাভরা লাউ,জুঁইয়ের চারা,সব
ফেলে যাব।
এত প্রেম,এত কথা,নীরবতা,
এই হাসি,কান্না সঙ্গে নেব না।
থাকতে তো আসিনি কেউ;
কে না জানে,পুজোতে ছুটিতে
আমাদের ক'দিনের আসা।
দেশ জুড়ে তবু কত রাগ,অভিমান
আস্তিনে লুকানো ছুরিকা।
একটুকু ছায়া,তৃষ্ণার জল,বাকি সবই খেলনার ছল
মানুষে মানুষে তবু এত সুক্ষ বাঁটোয়ারা
ভাগ,এত বিভাজিকা।