খুশি খুব,লেখাপড়া বেড়ে ওঠা এদেশে
দুখি তাও, কেন তার স্থায়ী বাস বিদেশে ?
খুশি খুব,দারিদ্র নিয়ে কেউ ভেবেছে
দুখি তাও, দেশে কেবা তার শলা মেনেছে?
খুশি খুব,বাঙালিরা আবারো তা জিতেছে
দুখি তাও,দিন দিন কষ্ট যে বেড়েছে।
খুশি খুব,সাথে জয়ী বিদেশী সে বৌমা
দুখি তাও,কোথা আজ বাঙালীনি প্রথমা?
খুশি খুব, পৃথিবীতে সেরা আজ সে ছেলে
দুখি তাও আমাদের 'দারিদ্র' নোবেলে !