ডানা ছা৺টা চলছিল;
তস্করের দল কেড়ে নিল ফুল-ফলও।
সারাটি জীবনে সে ছায়া ছড়িয়েছে যাদের
তারা-ই আজ দলে মিলে
কুঠার চালাচ্ছে মূলে।
শিকড় ছে৺ড়ার যন্ত্রনা নিয়ে
যাদের জন্ম আর বেড়ে ওঠা,
শুনছে সে-কান্না।
তারাও এখন
ওপারের ওই গাছটির মতো
আকাশের দিকে দু-বাহু বাড়িয়ে
নিষ্ফল চেয়ে আছে, আর
কে৺পে কে৺পে বলছে
আর না
আর না।