নীলকন্ঠ পুরুষের ঘন নীল কষ্টগুলি
কখনো ছোঁয়া যায় না।
পুরুষের বুক ভাঙ্গে,কেউ দেখতে পায় না।
তার চোখের জলে কোন নদী হয় না
মহাভারত হয় না
রামায়ণ হয় না
ভুমি দুভাগ হয়ে ফেটে পড়েনা করুণায় ।
প্রাপ্যগুলি
অনাদায়ী পড়ে থাকে অনন্তকাল
কোন আদালত হয় না।
দু 'চোখ ঢেকে রোদ চশমায়
শরীর লুকিয়ে মস্ত জামায়
তাকে হেঁটে যেতে হয়
ইচ্ছের ঘুড়িদের ছিঁড়ে ছিঁড়ে ;
প্রিয় বাঁশিটিকে কদমের ডালে ফেলে
একদিন ছুটে যেতে হয় দ্বারকায়।
পুরুষ কেবলই যে সৈনিক
মৃত্যুকে তুচ্ছ করে
তাকে প্রতিদিন যুদ্ধে যেতে হয়।