স্কুল নেই,পড়া নেই
পাঁচটায় ওঠা নেই
মিসেদের বকা নেই
পাশ নেই,ফেল নেই
ই- স্কুল আছে।
মাঠ নেই,খেলা নেই
বৃষ্টিতে ভেজা নেই
কাদায় আছাড় নেই
জ্বর নেই,জারি নেই
ই- গেমস আছে।
রিন্টিকে ছোঁয়া নেই
চুল টেনে খোলা নেই
চোখ খুলে ঘুমু নেই
বন্ধু একটি নেই
মা-বাবাই আছে।
করোনার ঘর নেই
যাবার আর মন নেই
আমাদের লক নেই
কোথাও ওষুধ নেই
মাস্ক আর---
স্যানিটাইজার আছে।