আর একটু ভাল থাকতে চাই----
কাল রাতে যে মোটে খায়নি
তার জন্য চাই একমুঠো ভাত,
যে পেয়েছে একমুঠো,তার জন্যে আর এক মুঠো;
আজ নববর্ষ।
বৈশাখী মেলাতে চাই
গাছের ছায়ায় পিন-পেরেক সরিয়ে
একটু বসুক নারীর পাশে পুরুষ,
হিন্দুর পাশে মুসলমান
ধনীর পাশে নির্ধন।
আর একটু ভাল থাকতে চাই,
বুক ভরে নিঃশ্বাস চাই।
বন্ধুরা,যারা আড়ি দিয়ে ছেড়ে গেছে
আমায়,তারাও ফিরুক ছুরি,কাঁচি ছুঁড়ে দিয়ে
আমি চাই;
কেননা,আজ নববর্ষ
আজ সবাই সবার পাশে থাক,আমি চাই।