একটু এগোলেই মেয়েদের স্কুল
ট্রাফিকের লাল না।
ব্রেক কষে দাঁড়াই বাইকে
পার হবে বুকে বই,চুলে বেণী.. থাক আর না।
একটু এগোলেই অফিসের ছুটি
ছুটে বাসে উঠি
সহকর্মী মেয়েটি বন্ধু ভালো ছিল
অন্য কিছু না।
আরেকটু এগোতেই পারত
হোয়াটস্ অ্যাপ, কবিতা
আজ সারাদিন বন্ধ।আজ না।
সে ও কারো সংসারে, সে ও কারো মা।
আরেকটু এগোলেই গঙ্গার ঘাট
আজও না'য়ে আর কত তুলে যাব না না না!