বাবা,ওরা টোলপ্লাজার ওপাশে চার জনে
আমাকে ধর্ষন করেছে,
ধর্ষনের পরে জ্বালিয়ে দিয়েছে ।
বাবা,ডিসেম্বরের রাতে বাসে
ছয়জনে মিলে ধর্ষন করেছে আমাকে,
তারপরে পুড়িয়ে মেরেছে ।
বাবা,আমি স্কুল থেকে ফিরছিলাম ;
নির্জন পাঁচিলে টেনে
ধর্ষন করেছে ন'জনে,
ধর্ষন করে, দুই উরু দুই দিকে চিরেছে।
বাবা,তুমি কাউকে ছেড়োনা।
বাবা,একদিন গুরুজি আমাকে ধর্ষন করেছে
তোমাকে বলিনি,ইস্কুলে টিচার আমাকে
ধর্ষন করেছে,
মামাতো-দাদা ধর্ষন করেছে ।
বাবা,তুমি কাউকে ছেড়ো না
বিচার কোরো,বাবা !
বাবা,একদিন তুমিও আমার নরম শরীরে
হাত দিয়েছিলে
আমি কাউকে বলিনি।