আমাদের  প্রিয় জিনিসগুলি
একে একে কেমন হারিয়ে যায় একসময় !
ইস্কুল-কলেজ ছু৺য়ে, কখন দ্রুত এসে হারিয়ে গেছে
আমাদের খেলবার মাঠ, চিলে কোঠার ঘর,
প্রিয় বান্ধবীর মুখ।
যেভাবে উঠোন থেকে
একটু একটু করে সরে যায় শীতের রোদ্দুর,
ঢলে পড়া হলুদ আলোয় আমরাও চেয়ে দেখি
ক্রমে দূর থেকে দূরে হে৺টে যাচ্ছে
কত প্রিয়জন, বন্ধু-স্বজন ....
আমাদের দিনগুলি।

আমাদের প্রিয় প্রেম, যৌবন, ইচ্ছেও
ফুরিয়ে আসা আইসক্রিমের মতো একদিন
আচমকা গলে যায়।

নুয়ে পড়া বিমর্ষ মানুষ, অত:পর
তার অতি প্রিয় হারানো জিনিসগুলি খু৺জতে, খু৺জতে
একদিন নিজেই হারিয়ে যায়।