একটি মেয়ে।কতই বয়েস---সাতাশ।
ছেলেটির আঠাশ।
আমার ব্যাঙ্কে এল,
জানতে চাইল লকার আছে কি না।
হাসতে হাসতে আমিও শুধোলাম
এখনই লকার! কি রাখবে?
ছেলেটি বলল, আমার সর্বস্ব
বাইরে যা চোর ডাকাতের উৎপাত!
মেয়েটির মজার প্রশ্ন :
ম্যানেজারবাবু, আমাকে কি লকারে ধরবে?
খুব ভালো লাগায় সময়টা কাটছিল।
আর ভাবছিলাম,এত সুন্দর দুটি হৃদয়
আমরা কি সত্যি কোন লকারে আগলে রাখতে পারব!
পৃথিবীতে যত তালা,তার চেয়ে বেশী চাবি বাজারে বিকোয়।
কার সর্বস্ব কে কখন চুরি করে নেয়
আমাদের সি সি টিভি ধরতেও পারে না।