এক।

শাপলা-শালুক দুলছে দুলুক
এমনি করে বিলে-ঝিলে,নদী-নালা,সরল জলে;
পাপড়ি মেলে ফুটে থাকুক,পবিত্রতায় নেয়ে হাসুক
সব বাঙালির হৃদয় তলে।

দুই।

বাংলাদেশের জাতীয় ফুল শাপলা
শ্রীলঙ্কার ?--- লঙ্কা না,শালুক;
শালুক আর শাপলা এক, কিন্তু এক না
যারা চায় জানুক।